আয়াতের প্রতিটি অংশের তাফসীর
قُلۡ اَتُحَآجُّوۡنَنَا فِی اللّٰهِ —
এখানে মুশরিকদের বলা হচ্ছে, তুমি কি আমাদের বিরুদ্ধে আল্লাহর ব্যাপারে বিতর্ক করবে? অর্থাৎ যারা সত্য ধর্ম থেকে বিচ্যুত, তাদের সঙ্গে আল্লাহ ও তাঁর অনুসারীদের সম্পর্কে যুক্তি তর্কের প্রশ্ন উঠে।
وَ هُوَ رَبُّنَا وَ رَبُّکُمۡ —
আল্লাহই আমাদের পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা, একমাত্র সৃষ্টিকর্তা, যিনি সবাইকে পরিচালনা করেন।
وَ لَنَاۤ اَعۡمَالُنَا وَ لَکُمۡ اَعۡمَالُکُمۡ —
প্রত্যেকের আমল নিজ নিজ জন্য; প্রত্যেকের কাজের হিসাব আলাদা।
وَ نَحۡنُ لَهٗ مُخۡلِصُوۡنَ —
আমরা আল্লাহর প্রতি পূর্ণ নিষ্ঠা ও একান্ত ভক্তি নিয়ে দায়িত্বশীল।
এই আয়াতে আল্লাহর প্রেরিত নবীকে নির্দেশ দেওয়া হচ্ছে, মুশরিকদের কাছে বলো, তোমরা যদি আল্লাহর ব্যাপারে আমাদের সঙ্গে বিতর্ক করতে চাও, তাহলে জানিও আল্লাহই আমাদের পালনকর্তা এবং তোমাদের পালনকর্তাও। প্রত্যেকের আমল আলাদা এবং আল্লাহর কাছে আমরা সৎভাবে নিষ্ঠাভরে উপাসনা করি। এতে ধর্মীয় বিরোধিতা ও দ্বন্দ্বের মধ্যে একটি স্পষ্ট সীমারেখা টানা হয়েছে।
প্রত্যেক ব্যক্তি নিজের আমলের জন্য দায়ী।
আল্লাহ সবার একমাত্র পালনকর্তা, যার সঙ্গে বিতর্ক করা অর্থহীন।
ঈমানদাররা আল্লাহর প্রতি সম্পূর্ণ নিষ্ঠাভরে নিবেদিত।
ধর্মীয় মতবিরোধ থাকা স্বত্ত্বেও প্রত্যেকের কাজ আলাদা এবং আল্লাহ বিচার করবেন।
এই আয়াত মক্কা শহরের মুশরিকদের সাথে নবী মোহাম্মদের এক বিতর্কের প্রেক্ষাপটে নাযিল হয়। যারা নবীকে আল্লাহর ব্যাপারে বিতর্ক করতে বলেন, তাদেরকে এই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আল্লাহই সকলের পালনকর্তা এবং প্রত্যেকের আমল আলাদা।