Back

সূরা তালিকা

সূরা: ১. আল-ফাতিহা (اَلْفَاتِحَةِ)
সূরার ধরণ: মাক্কী , মোট আয়াত:

1 ١ - بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيْمِ
১. অনুবাদ: শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সংরক্ষণ করুন আয়াতের তাফসীর
2 ٢ - اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ
২. অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল বিশ্বজগতের প্রতিপালক।
সংরক্ষণ করুন আয়াতের তাফসীর
3 ٣ - الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
৩. অনুবাদ: পরম করুণাময়, অতি দয়ালু।
সংরক্ষণ করুন আয়াতের তাফসীর
4 ٤ - مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ
৪. অনুবাদ: বিচার দিবসের মালিক।
সংরক্ষণ করুন আয়াতের তাফসীর
5 ٥ - اِیَّاکَ نَعۡبُدُ وَ اِیَّاکَ نَسۡتَعِیۡنُ
৫. অনুবাদ: আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই।
সংরক্ষণ করুন আয়াতের তাফসীর
6 ٦ - اِهۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ
৬. অনুবাদ: আমাদেরকে সরল পথ দেখান। পথের হিদায়াত দিন।
সংরক্ষণ করুন আয়াতের তাফসীর
7 ٧ - صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡهِمۡ ۬ۙ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡهِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ
৭. অনুবাদ: সেই পথ, যাদের উপর তুমিই অনুগ্রহ করেছো, তাদের পথ, যাদের উপর তুমিই কৃপা দিয়েছো, যারা তোমার ক্রোধের শিকার হয়নি এবং যারা পথভ্রষ্ট হয়নি।
সংরক্ষণ করুন আয়াতের তাফসীর