সূরা:
                                    
                                    ৪৩.
                                    আয-যুখরুফ ( الزخرف)
                                
                            
                            
                                
                                    ৬৩                                    
                                    নং                                    
                                    আয়াতের তাফসীর                                
                            
                         
                            
                        
                            
                                
                                    ٦٣ - وَ لَمَّا جَآءَ عِیۡسٰی بِالۡبَیِّنٰتِ قَالَ قَدۡ جِئۡتُکُمۡ بِالۡحِکۡمَۃِ وَ لِاُبَیِّنَ لَکُمۡ بَعۡضَ الَّذِیۡ تَخۡتَلِفُوۡنَ فِیۡهِ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ                                 
                            
                            
                                
                                    
                                        
                                        উচ্চারণ:
                                    
                                                                    
                                    
                                
                                    
                                        
                                        অনুবাদ:
                                    
                                    আর যখন ঈসা সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসল, তখন সে বলল, ‘আমি অবশ্যই তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি এবং এসেছি তোমরা যে কতক বিষয়ে মতবিরোধে লিপ্ত তা স্পষ্ট করে দিতে। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর’।