সূরা:
                                    
                                    ৩.
                                    আলে-ইমরান (آلِ عِمْرَانَ)
                                
                            
                            
                                
                                    ৯৩                                    
                                    নং                                    
                                    আয়াতের তাফসীর                                
                            
                         
                            
                        
                            
                                
                                    ٩٣ - کُلُّ الطَّعَامِ کَانَ حِلًّا لِّبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اِلَّا مَا حَرَّمَ اِسۡرَآءِیۡلُ عَلٰی نَفۡسِهٖ مِنۡ قَبۡلِ اَنۡ تُنَزَّلَ التَّوۡرٰىۃُ ؕ قُلۡ فَاۡتُوۡا بِالتَّوۡرٰىۃِ فَاتۡلُوۡهَاۤ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ                                
                            
                            
                                
                                    
                                        
                                        উচ্চারণ:
                                    
                                                                    
                                    
                                
                                    
                                        
                                        অনুবাদ:
                                    
                                    সকল খাবার বনী ইসরাঈলের জন্য হালাল ছিল। তবে ইসরাঈল তার নিজের উপর যা হারাম করেছিল তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে। বল, ‘তাহলে তোমরা তাওরাত নিয়ে আস, অতঃপর তা তিলাওয়াত কর, যদি তোমরা সত্যবাদী হও’।