সূরা:
                                    
                                    ৯.
                                    আত-তাওবা (التَّوْبَةِ)
                                
                            
                            
                                
                                    ৯২                                    
                                    নং                                    
                                    আয়াতের তাফসীর                                
                            
                         
                            
                        
                            
                                
                                    ٩٢ -  وَّ لَا عَلَی الَّذِیۡنَ اِذَا مَاۤ اَتَوۡکَ لِتَحۡمِلَهُمۡ قُلۡتَ لَاۤ اَجِدُ مَاۤ اَحۡمِلُکُمۡ عَلَیۡهِ ۪ تَوَلَّوۡا وَّ اَعۡیُنُهُمۡ تَفِیۡضُ مِنَ الدَّمۡعِ حَزَنًا اَلَّا یَجِدُوۡا مَا یُنۡفِقُوۡنَ                                
                            
                            
                                
                                    
                                        
                                        উচ্চারণ:
                                    
                                                                    
                                    
                                
                                    
                                        
                                        অনুবাদ:
                                    
                                    আর তাদের উপরও কোন দোষ নেই, যারা তোমার কাছে আসে, যাতে তুমি তাদের বাহন জোগাতে পার। তুমি বললে, ‘আমি তোমাদেরকে বহন করানোর জন্য কিছু পাচ্ছি না, তখন তারা ফিরে গেল, তাদের চোখ অশ্রুতে ভেসে যাওয়া অবস্থায়, এ দুঃখে যে, তারা পাচ্ছে না এমন কিছু যা তারা ব্যয় করবে’।