সূরা:
                                    
                                    ৯.
                                    আত-তাওবা (التَّوْبَةِ)
                                
                            
                            
                                
                                    ৮৬                                    
                                    নং                                    
                                    আয়াতের তাফসীর                                
                            
                         
                            
                        
                            
                                
                                    ٨٦ - وَ اِذَاۤ اُنۡزِلَتۡ سُوۡرَۃٌ اَنۡ اٰمِنُوۡا بِاللّٰهِ وَ جَاهِدُوۡا مَعَ رَسُوۡلِهِ اسۡتَاۡذَنَکَ اُولُوا الطَّوۡلِ مِنۡهُمۡ وَ قَالُوۡا ذَرۡنَا نَکُنۡ مَّعَ الۡقٰعِدِیۡنَ                                
                            
                            
                                
                                    
                                        
                                        উচ্চারণ:
                                    
                                                                    
                                    
                                
                                    
                                        
                                        অনুবাদ:
                                    
                                    আর যখন কোন সূরা এ মর্মে নাযিল করা হয় যে, ‘তোমরা আল্লাহর প্রতি ঈমান আন এবং তাঁর রাসূলের সাথে জিহাদ কর’, তখন তাদের সামর্থ্যবান লোকেরা তোমার কাছে অনুমতি চায় এবং বলে, ‘আমাদেরকে ছেড়ে দাও, আমরা বসে থাকা লোকদের সাথে থাকব’।